বিভেদের দেয়াল ভেঙ্গে ফেলে
ফিরিয়ে আন স্বস্তি
আলিমে আলিমে হাতে রেখে হাত
করো ভালোবাসা দোস্তি।


পথের ঠিকানা কিছুতেই হারিয়ো না
মানিয়ো না কারো হুকুম যা অজানা


জালিমের বিষদাঁত উপড়ে ফেলতে
গড়ো একতার বন্ধন
ছোট খাটো দ্বন্দ্ব মুছে ফেলা সন্দেহ
আজ খুবই প্রয়োজন।


সত্যের রাহবার হবেরে আবার
যদি নিজেকে করো ন্যস্ত
অবিরত প্রচার করো সততার
দীনের কাজে রও ব্যস্ত।


আল্লাহ তাআলার হুকুম হলো
ঐক্য বদ্ধ থাকা
বিচ্ছিন্ন না হয়ে ন্যায়ের উপর
মনে সাহস রাখা।


সত্যের শাণিত ধার যদিও আসে প্রহার
দিলোরে আল্লাহ তাআলা বড়ো উপহার


উপহার পেয়ে জান্নাতের পথ
সহজ করে নিলে
আমলের মাঝে খাঁটি মনোভাব
থাকে যেন দিলে।


যে দিলে বহে সত্যের সরোবর
সে দিল সত্যিই পরিচ্ছন্ন
ঐক্য অবিচল থাকুক অবিরল
দিলে দিলে মিলে হয় অনন্য।


সবাই সবার জন্য হও একাকার
সংশয় দূর করে মনের
আল্লাহর জন্য হোক ভালোবাসা
সহায় হই একে অপরের।


দ্বিধা ভয় সংকোচ নয় কোনো সংকীর্ণতা
জাগ্রত করি সব মন থেকে মনে উদারতা