সুপ্ত ভাবনায় প্রলুব্ধ চেতনায় বিকশিত হলো কলম
ঝলকিত প্রাণে বিমুগ্ধ ঘ্রাণে বিতাড়িত হলো শরম ।


অন্ধকার চোরাবালিতে আটকে গেছে পৃথিবীর আদর্শ
পশুত্ব ছড়িয়ে মমত্ব হারিয়ে পরষ্পরে হচ্ছে শুধুই ঘর্ষ ।


পুষ্পমোড়ানো কিংবা নয়কো কুসুমাস্তির্ন এই ধরা
নানা পীড়নে নানা নিপীড়নে বিধ্বস্ত প্রাণের বসুন্ধরা ।


কেউ ক্ষমতা নিয়ে কেউ প্রতিপত্তি নিয়ে করে কেবল লড়াই
কার পরে কে উপরে উঠিবে এটাই এখন সকলের বড়াই ।


নীতিহীনতার নাগপাশে রয়েছে নীতিহীন সমস্ত লোক
গোলক ধাঁধাঁয় সকলি রয়েছে পড়ে , রয়েছে বিশ্বলোক ।


ধর্মে ধর্মে , ভাইয়ে ভাইয়ে , গোত্রে গোত্রে চলছে কাটাকাটি
কাকে পিষিয়ে কাকে উপড়িয়ে দমন করে বড় হবে রাতারাতি ।


দুর্বল নিরীহ নিঃস্ব অবহেলিত জনতার শুনা যায় আর্তচিৎকার
কে আছো এমন দরদি এই বিভীষিকা থেকে আমাদের বাঁচাবার ?


জ্বলন্ত অঙ্গার হস্তে রেখে , পুড়ে গেলে এতেও নেই কোনো দ্বিধাভয়
নেই বোধ নেই চেতন কারোরই , ভাল মন্দের ব্যবধান করতে নির্ণয় ।


কষ্টকে মাড়িয়ে দুঃখকে হারিয়ে বিশ্বকে নাড়িয়ে একদিন আসবে সুদিন
সুবিচার আসবে সুনীতি হবে , হবে সুখময় সমাজ থাকবে না এই দুর্দিন ।।