বছর জুড়ে জনে জনে করোনার থাবা আলোচনায়
স্বজন প্রীতি দুর্নীতি ছলচাতুরী তাও কি কম যায়?


প্রতারণা প্রবঞ্চনায় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভাবশীল
আলোচনার পাতায়ও তারা ইবলিশ হাসে খিলখিল।


শিক্ষা দীক্ষা তলানীতে ছাত্র-ছাত্রী অভিভাবক হতাশ
তীব্র বেগে যায় বয়ে যায় অস্থিরতার দমকা বাতাস।


করোনা আবার কেড়ে নিল প্রিয়জন লক্ষ লক্ষ প্রাণ
বিশ্ব জুড়ে অশ্রু ঝরে হাহাকারে বেদন ব্যথায় পরান।


ক্ষমতাটা ঠিক রাখিতে চালায় বুলেট বোমা মেশিনগান
রক্তমাখা ঝাঁঝরা বুক নেতিয়ে পড়ে কত শত জীবনখান।


অবর্ণনীয় বহমান কষ্টে বিদায় দিলাম দুই হাজার বিশ
সফলতার সুখের বাণী নিয়ে আসুক দুই হাজার একুশ।