কদম ফুল ফোটা মানে বর্ষার আগমন বার্তা
ঘন কালো মেঘে ছেয়ে যায় ভাঙ্গে নির্জনতা।
ঝির ঝির বৃষ্টির মিষ্টি আওয়াজে পায় সুখানুভূতি
অবিরত বরিষণ কমণীয় মধুবন অভুলনীয় স্মৃতি।
আষাঢ়ের বাতাসে কদম দোলে ডালে ডালে
গগন মেঘের ছায়াতে নৃত্যের তালে তালে।
রুপময় বর্ষায় মেঘবতি দিনে কদম ঝুলে গাছে
বাদলের সম্মোহনী সুর মাতোয়ারায় মনটা নাচে।
কলার ভেলায় চড়ে শিশুদল পানিতে করে উল্লাস
রুপশৈলী বাদল সৌন্দর্যে তারা করে আনন্দ প্রকাশ।
বর্ষার তীব্র স্রোত জমিনের ময়লা নেয় সাগর নদীতে
মানবতার চাওয়া পাওয়া পূরণ হোক অনতিবিলম্বে।
মনে আছে যত ধুলোমলিনতা হীনতা নীচুতা জীর্নতা
বারিধারায় মুছে যাক মন্দ ফিরে আসুক নির্মল পূর্ণতা।