আঁকাবাঁকা নানা পথ চতুর্দিকে
চোখ ধাঁধাঁলো, সব হয় ফিকে।
হাহাকার চিৎকার দিকে দিকে
কূটকৌশল দেখায় নানা চমকে।


নানা বাহানায় করে টালবাহানা
আলাপে বিলাপ বাড়ে সবার জানা
ঐ গাছটি আমার, তাই না নানা?
যতই বলো নানা, গদি ছাড়বো না।


'একতাই শক্তি' তবুও বাড়ে যন্ত্রণা
পাথর গলেতো ক্ষমতার মন গলে না।
তুমি ছাড়া, বাকী সবাই করে জাহাঁপনা
যতই বলো নানা গদিতো ছাড়বো না।


সরল সোজা পথে মুক্তি আসে তাই না নানা?
মন যে আমার বাঁকা, তাই সরল পথে,  না।