গ্যাস সিলিন্ডারের আগুনের ফুলকিতে
নিভে গেল কত তাজা প্রাণ,
খবর শুনে পরিবার পরিজন ও স্বজন
সকলে করে ব্যথায় আর্তনাদ।


হৃদয় বিদারক এসব ঘটনা সত্যিই
হৃদয়কে করে খান খান,
রাষ্ট্রীয় সিস্টেম যদি থাকতো বিধিমত
হয়তোবা পেত পরিত্রাণ।


একটি ঘটনা শিক্ষা দিয়ে যায় বিবেকবানদের
তবুও আমরা নেই না শিক্ষা,
আরেকটি যন্ত্রণাদায়ক ঘটনার পুনরাবৃত্তি হলে-তখন
অপরকে দোষারোপ করতে নেই দীক্ষা।


এমন চরিত্রের মানুষ দিয়ে কী হবে সমাজ নিয়ন্ত্রণ?
যারা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে না,
এমন মানুষ চাই যারা পরের জন্য সবই করবে-
অন্যায় অনিয়ম বিধিহীন কিছুই করবে না।