চোর চুরি করে শাস্তি না পেয়ে
কর্তা ব্যক্তিদের আস্কারা নিয়ে।
রাজনৈতিক আশ্রয় - প্রশ্রয়ে
অনৈতিক চারিত্রিক প্রভাব বলয়ে।


চুরি করে লালসার স্বাদ মিটাতে
ভোগ বিলাসের খায়েশ মিটাতে।
লোভাতুর আত্মার যাতনা থামাতে
গোগ্রাসে আগুন ঢালে ঐ পেটেতে।


সমাজের কর্ণধার এই বদ চোরেরাই
পশু থেকেও অধম এসব লোকেরাই।
ভাবে ওরা লুটেপুটে যা পাই তা খাই
সজ্জন সাধুদের এখন আর দাম নাই।


লোভে করে পাপ কাজ সৎগুন নাই যে
সুযোগ সন্ধানী নিষ্ঠুর নিদারুণ এই যে।
গরীবের হক মারে নেচে কুদে গেয়ে
তাই চোর চুরি করে শাস্তি না পেয়ে ।