আজকাল দিকে দিকে শোনা যায়
কবিতা চোরও আছে
সৃজনশীল মেধা না থাকলেও
চুরির মেধা আছে।


রুকু সিজদা সঠিক না করলে
তাকে বলে নামাজ চোর
অতি চোর পাতি চোর যত্তসব বদচোর
তাকেই বলে চেঁচড়া চোর।


মেধা চোর প্রতিভা চোর আবার
অন্যের লেখা চোর
স্বদেশের মাটি চোর টাকা চোর
চৌদিকে চোর আর চোর।


ভোট চোর অধিকার চোর তেল চোর
ত্রাণ চোর মান চোর
কলমের ডগা দিয়ে করে যায়
সব সম্পদ চোর।