ওরে ও মনটা যদি না হয় বড়ো,
যদি না হয় উদার
সমাজের সাথে কিভাবে মিশবে
কিভাবে পাবে উপহার।
তুমি চাও তোমার বাড়ুক সম্মান
বাড়ুক খ্যাতি চৌদিক।
মানুষের ভালোবাসা পেতে হলে হতে
হবে ব্যবহারে অমায়িক
তুমি চাও তোমার কথায় সবাই চলুক
তোমাকেই ভালবাসুক
হাতটি তোমার উম্মুক্ত করে দানে
হবে সাহসী নির্ভীক।
মানুষের সেবা করে হতে চাও সেরা
পেতে চাও চেয়ার
যাদের দ্বারা হতে চাও তা তাদের কর
অবজ্ঞা ও ডেমকেয়ার।
স্বার্থহীন মানব সেবা চরম সহিষ্ণুতায়
থাকে যদি অবিচলতা
নরম দিলে ঐকান্তিকতায় হবে তুমি
প্রেমাষ্পদ কোমলতা।
নিজেকে বড়ো ভাবার আগে ওগো
ছোট হও তবে
দেখতে পাবে ধীরে ধীরে তুমিই
একদিন বড়ো হবে।
চেয়ে রবে সবাই তোমার সফলতায়
সকলে হবে মুগ্ধ
স্বচ্ছ মানসিকতায় সুনমনিয়তায়
সমাজ হবে শুদ্ধ।