ব্যস্ত মানুষ ব্যস্ত সমাজ ব্যস্ত সকলে
স্মরণ করবে তাঁকে কখন সময় নেই বলে।


ছুটছে সবাই দুনিয়া পেতে দলে দলে
খাটায় সময় মেধা এর পিছনে শক্তি ও বলে।


হালাল হারাম নেই ভাবনা শুধু সম্পদ চাই
সবাই মিলে এসব পেতে করছে ধানাই পানাই।


টেন্ডারবাজি খুন খারাবি সরকারী সব সুযোগ
কেউই না পাক আমিই পাই করবো উপভোগ।


ঠকিয়ে গরিব প্রতারণায় হয় যে দেশে অতি ধনী
দুর্বলের বুকে পা রেখে আজ সে সমাজের মধ্যমণি।


সমতা ভিত্তিক সভ্য সমাজ গড়তে যদি হয়
তাঁরই ভয়ে কারো সাথে করো না নয় ছয়।