দেখবো তারে নয়ন ভরে
মিষ্টি মিষ্টি হাসিতে,
বাঁধবো তারে এক সুতোতে
না পারবে চিঁড়িতে।


জোনাক জ্বলা রাতে তারে
রাখতে কেবল পাশে,
ধরতে চাইলে হাতটি তার
সরিয়ে নেয় শেষে।


এদিক ওদিক তাকিয়ে দেখি
কেউ যে নেই আশে-পাশে।


ফিরে এসে মিষ্টি হেসে
ধরলো দুটি হাত,
স্বপ্ন দেখে ঘোর আঁধারে
কেটে গেলো রাত।