শান্তির জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা
তরুণ-যুবকদের কাজ,
মেধা প্রতিভা জৌলুস দিয়ে তারা
আলোকিত করবে সমাজ।


অনাহারে অর্ধাহারে যারা কাটায় দিন
সদা সর্বদা রবে তাদের কাছে,
শিক্ষা-সংস্কৃতি সভ্যতার সুষ্ঠু বিকাশে
সাজাবে সমাজ সত্যের ধাঁচে।


জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হবে মানব সমাজ
ধর্মহিন নয় হবে ধর্মবিশ্বাসী,
আস্তিকতার পোশাকে নিজেকে আবৃত করে
হবে সত্য স্বর্গের অধিবাসী।


শিরক মুক্ত ঈমান নিয়ে যারা রবে-
অবিচল সকল প্রকার কাজে,
আমৃত্যু লালন করবে দৃঢ়তার সাথে
নিখাদ ভাবিত যা হৃদয় মাঝে।