দেখা হলে মিষ্টি কথা
সরে গেলে অপবাদ,
এই ধাঁচের লোক গুলো
সমাজে করে বাস।


কী করে বুঝবো এদের
পোষাকি ভাব নিষ্পাপ,
তিক্ত হৃদে সাজে অপরুপ
লুকিয়ে মনের পাপ।


সময়ে সময়ে ব্যথা দেয়
বিষাক্ত এক সাপ,
কারো মনে আঘাত দিলে
কী করে পাবে মাফ!


দোদিল বিশ্বাস ফেলে শ্বাস
কোথাও পায় না শান্তি,
এদের জন্য আজাবে আলীম
প্রস্তুত আছে অশান্তি।


ফাসেক লোকের প্রশংসায়
উঠে পড়ে লাগে,
মহান মালিকের প্রশংসা নাহি
করে হৃদয় বাগে।


দুনিয়ার স্বার্থে তোষামোদ করে
আল্লাহর কথা ভুলে,
দুনিয়া প্রাপ্তিকে প্রাধান্য দিয়ে
পাপ কুড়িয়ে তুলে।


কল্যাণপুর, ঢাকা।
২৬.১২.২০২১