লালসাজে সজ্জিত ছোট ছোট পাতা
রংয়ের বাহার ছড়ায়
নিয়ে আসে রসনায় সুখের ছায়া।


খেতে বসে পাতে নিয়ে তার ঝোল
স্বাদের তৃপ্তিময় গন্ধে অতুল
অনুভবে বিকশিত প্রেমের মায়া।


মন সে কেড়ে নেয় এভাবে সবার
পরিতৃপ্তি সুখানন্দে করে আহার!
এক ডালে বেড়ে উঠা শাক ডুল্লা।


যায় মজে সেই বুঝে সুন্দর সবজি
রাঁধুনী বেড়ে দেয় সুখের আমেজে
লাবণ্যময় শাকটি থাকবে না ভুইল্লা।


@ ডুল্লা মানে লালশাক॥
     আঞ্চলিক ভাষায়।