দুনিয়ার মোহ লোভ
যশ খ্যাতি সামনে
আসার পরেও মনে
হয়নি কিছু, ছিলো নির্লোভ।
যে কাজ আমার নয়
সেটা আমার কেনো হয়?
প্রশ্ন করি মনে মনে
উত্তরও পাই সযতনে।
হয়তো এখানে কিছু কিছু
এসেছে আমার পিছু পিছু
মিথ্যার বেড়াজাল আামায়
সত্য এসে দিয়েছে থামায়।
কত জন কত কিছু বলে
বলে যায় আর যায় চলে
দৃঢ়তা আমায় শুধু বলে,
নিয়তে থাক অবিচলে।
দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে
সত্য নিয়েছি হাত বাড়িয়ে
মন থেকে সব পাপ ছাড়িয়ে
সুখ, সুখটাই গেল বেড়ে।
একটি ছাড়া নির্ভুল নয় অন্য
বন্ধু হও কুরআনের
প্রেমিক হও হাদীসের
উভয়ের ভালোবাসায়
তুমি কেবলই হবে ধন্য
গড়বে জীবন অপূর্ব অনন্য।
সত্য হোক প্রীতিময় সুষমা
কষ্টের বিনিময় সুখ
যদি হও দুনিয়া বিমুখ
দুর হবে ঐ চির দুখ
যার আশায় সবাই উম্মুখ
স্রষ্টার কাছে হবে সকলে
অনুপম প্রিয়তম প্রিয়তমা।