দয়াময় দিলেন তোমায় এত কিছু রুপ লাবণ্য
অথচ বিকিয়ে দাও সবার কাছে অতি সামান্য।


এই নিয়ামত ভোগ করে মন ভরে পাও আনন্দ
প্রকাশ যেনো নাহি হয় তোমাতে কোনো মন্দ।


তুমি সেরা তুমি মহান তুমি অতীব মূল্যবান
তোমার প্রতি প্রভুর দয়া সত্যিই অফুরান।


নিজের প্রতি একটু হেলা একটু অবহেলা
কেউ কেউ তোমায় নিয়ে করে হেলাফেলা।


তোমার কাজে নিয়ম মেনে দিলেন স্বাধীনতা
মানবে তুমি নিজ পরিবার স্বামীর অধীনতা।


দুনিয়াটা ভোগ বিলাসের তবে আখিরাতই সেরা
ক্ষমা সন্তুষ্টি লাভের আশায় লাগাবে মনে বেড়া।


মনের খায়েশে চলাফেরা নয় আল্লাহর বিধান
সঠিক নিয়ম মেনে চলতে দিলেন সংবিধান।


স্মরণ করো তোমায় দেয়া সকল নিয়ামত
অস্থায়ী ভোগ বিলাসে কেউ করোনা খিয়ানত।


আমানতের হেফাজত করা সবার আছে দায়িত্ব
অবিনশ্বর সুখ সামগ্রী তোমার জন্যই ত স্থায়িত্ব।


আপন আলোয় ভালোবাসায় প্রেম দিয়ে ইবাদাত
যাও করে যাও অবিরত পেতে সুখের ই জান্নাত।


সময় সম্পদ আর যৌবনের যদি হিসাব নেয় প্রভু
কেউই তো প্রশ্নের জবাব দিতে পারবে না কভু।


সবাই অন্তত চাই বিনা হিসাবে আখিরাতে নাজাত
মহান ত্রাতা অতি দ্রুত পার করান সূক্ষ্ম পুলসিরাত।


ওগো প্রিয় মুসলিম ভাই বোন আল্লাহকে করো ভয়
সরল নিয়মের বিপরীতে কখনো অন্য নিয়ম নয়।


ওগো প্রভু দয়াময় তোমার কাছে শুধুই ক্ষমা চাই
তুমি মহান তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই।