একটি ফুল


একটি ফোটা ফুল মাতিল বিশ্বকুল
সেই ফুলের গন্ধে ভাঙলো সব ভুল
নিরাশ্রয় আশ্রয় পেলো তাঁরই ছায়ায়।


যে ফুলের খুশবুতে সবাই মাতোয়ারা
তাঁকে তো কখনো যায় না হারা!
গেঁথে নেই সেই ফুল মনের কা‌‌‌'বায়।


ধরণী সেই ফুল নিয়ে করে কাড়াকাড়ি
মনুজ কাছে পেতে ছুটে যায় তাড়াতাড়ি
সব ব্যথা ভুলে যায় সুরভিত আভায়।


ফুলটিকে কাছে পেয়ে সকলই হয় মুগ্ধ
নির্মল ভালোবাসায় সব কিছু হয় শুদ্ধ
খুঁজে পায় সুখ, যতই থাকে বেদনায়।


ফুলের সৌরভে মরুদ্যানে জুড়ায় প্রাণ
রেহাই পেতে করে সবারে আহবান
সেই ফুল ক্ষীণ মনে সাহস যোগায়।


কল্যাণপুর, ঢাকা।
২৩-জানুয়ারী-২০২৩
০৯-মাঘ-১৪২৯
৩০ জমাদিউস সানী ১৪৪৪