ফেইস বুকে ফেইস আছে
নাই তার প্রাণ ,
এ সব ফেইসের জন্য সবার
পাগল পরাণ ।


ফেইস বুক এ কত প্রকার ছবি
প্রদর্শিত হয় ,
সে সব দেখে দেখে সবাই
বিমোহিত হয় ।


কেউ কেউ আবার লেখে কবিতা
হয়ে যায় কবি ,
ভালোবাসার আদান প্রদানে হয়
উচ্ছ্বসিত সবই ।


ইন্টারনেটের দুনিয়ায় কত
নব নব সৃষ্টি ,
শিক্ষা সাহিত্য সভ্যতা বিকাশে
সুমিষ্ট কৃস্টি ।


অজানাকে জানা যায় এই
ফেইস বুকে ,
পরিচয় জানা যায় কত জনের
অন্তরে ঢুকে ।


সুকথা নীতিকথা সত্য কথা
এও জানা যায় ,
মন্দের চোরাকারবারী সকল
গর্তেতে লুকায় ।


ফেইস বুক ভালো আর মন্দের
মিশ্রনের বারতা ,
যে দিকেই মন ফিরাবে সেদিকেই
সবার স্বাধীনতা ।