ডেটা নিয়ে জেঠা মিয়া
করে দৌড়ঝাঁপ
ডেটার গতি কমে গেলে
সব যেন পাপ।


পাপের ভারে ডেটা মিয়া
পায় নাগো সুখ
বকাঝকা খেতে খেতে
বাড়ে শুধু দুখ।


ভুল হলে জেঠা মিয়া
করে মাথা গরম
যা ইচ্ছা তা করে বসে
রয় না লজ্জা শরম।


যারা করে কাজ নেই লাজ
থাকে আশায় আশায়
বছর শেষে আশা ভগ্ন যখন
অশ্রুতে বুক ভাষায়।


কাজের বিনিময়ে চায় তারা
একটুখানী সুযোগ
জেঠা মিয়া এমনই ধুরন্দর
করতে দেয় না ভোগ।


মনের ব্যথা মনের কষ্টে
এভাবে যাচ্ছে বেলা
আর কতকাল করবে তারা
ডেটাবিদদের অবহেলা?