ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মতো
বাধাহীন নদীর স্রোতের মতো
প্রতিদিন প্রচন্ড তান্ডব খেলে যায়
রেখে যায় তার পরিচিতি চিহ্ন
তেমনি ক্ষিপ্র গতিতে জেগে উঠো নবীন।


হুঙ্কার দিয়ে বাজাও ডঙ্কা
দূর করো ভীতু মনের শঙ্কা
বিজলীর মতো ঝলমল করে জ্বলে উঠো
বিভীষিকাময় ক্রান্তিকাল দূর করতে
বিশ্বাস আর আশ্বাসে এগিয়ে চলো
সাহসের সাথে নির্ভয়ে অভয়ে।


আগ্নেয়গীরির লাভার মতো জ্বালিয়ে দাও
সব জঞ্জাল মরীচিকা যত কুসংস্কার
লেলিহান শিখার মতো সব অহংকার।
জুলুমবাজ ধান্দাবাজ সুবিধাবাদীদের
কালোথাবা থামিয়ে দিতে বজ্র কঠিন
হুঙ্কার তুলে আগামীর প্রত্যাশা পূরণে
হে তরুণ হে যুবক সর্বশক্তি নিয়োগে
জেগে উঠো জেগে উঠো সত্য বিনির্মাণে।


জেগে উঠো হে মানবতা
নীরবতা ভেঙ্গে মুখের তালা খোলো
বজ্র নিনাদে দুহাত মুঠিতে আওয়াজ তোলো
আছে যত পিছুটান সব কিছু ভুলো
আলোকিত ঝলকানির চাদরে দুলো
প্রাণ খোলো এবার প্রাণ খোলো
হে বিশ্বাশ্চর্য তরুণ অরুণ জেগে উঠো।