দ্রোহের অগ্নি জ্বালিয়েছে এক বিদ্রোহী
থামাতে তাদের যারা চলে করে পদলেহী।
অন্যায় দেখে যার গায়ে জ্বালা ধরে
অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠে দিয়ে হুঙ্কারে।
বজ্র কঠিন শপথে সাহসিকতায় চলে
এগিয়ে যায় সামনে এগিয়ে যায় দলে দলে।
মুষ্টিবদ্ধ হাত উপরে উঠিয়ে সহস্র জনতা
হুঙ্কার দিয়ে গর্জে উঠে পিছনে ফেলে জড়তা।
অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে হবেই
এই প্রতিবাদ রুখতে পারবে না পারেনি কেউই।
জাগালে তুমি সেই মৃতপ্রায় হৃদয় গুলো
কবিতা ও গানে প্রাণে প্রাণে ভয় দূর হলো।
সর্বদা ভালোবেসেছ মানবতা ও মানবিকতা
চোখ রাঙ্গিয়েছ তাদের যারা করে অমানবিকতা।
দ্রোহ বিরহ প্রেম মান অভিমান ছিলো তোমাতে
মমতার মর্ম দ্বার উম্মুক্ত করে সুখ পোহাতে।
ভালোবাসা আজো অমলিন প্রিয় নজরুল
অনাগত প্রজন্ম তোমায় চিনতে করেনি ভুল।
তুমি বিদ্রোহী তুমি প্রতিবাদী তুমি বুলবুল
সবার কাছে প্রিয় তুমি কবি কাজী নজরুল।