কে কবি?


যে নিজেকে কবি বলে
কবি সেই নয়,
বিজ্ঞ পাঠক যাকে কবি বলে
সেই কবি হয়।
কবি হওয়া সাহিত্য জগতে
নয় সহজ ব্যাপার,
কবি হবে সে সৃজন শক্তিতে
আছে নিজস্ব গুণ যার।
কবি জ্ঞানে গুণে প্রজ্ঞাবানে
করে না অহংকার,
মনুষ্যত্ব জাগাতে শব্দবন্ধনে
দিয়ে যায় ঝংকার।
নিজেকে নিজে কবি না বলে
কবি বলো অপরে,
তবেই কবি মর্যাদা সুখ্যাতি
সবি পাইতে পারে।
যদি হইতে পারো বড় কবি
কবি বলবে ভবে,
সাধনা করে যাও অবিরত
ছোট ভাবো তবে।
কবিত্ব শক্তিতে শক্তিমান যে
কবি বলে তাকে,
মৌলিকত্ব সৃষ্টিতে আপনত্বে
রচনা করে কবিতাকে।
কবি জীবনান্দ দাশ এঁকেছেন
অনুপম এক ছবি,
বলেছেন! “সকলেই কবি নয়
কেউ কেউ কবি।”


কল্যাণপুর, ঢাকা-১২০৭।
৩০.০৩.২০২২