কেন্ যে তোরা হারিয়ে যাস্
অসত্য অহংকারে,
কেন্ যে তোরা ভিজাস্ দেহ্
মিথ্যা গহবরে।


কেন্ যে তোরা গাফিল থাকিস্
যে বানালো তোকে,
মাটির মানুষ বানিয়ে তোমায়
রুহ্ টা দিল ফুঁকে।


চাইলো তিনি যেভাবে তোর
গড়লো অবয়ব,
সুঠাম সুষম আকার দিলো
তিনি সবার রব।


কেন্ যে তোরা সাহস রাখিস্
কঠিন আযাবের,
কেন্ যে তোরা আগলে চলিস্
পথ যে কুফরের।


কেন্ যে তোরা ভুলে থাকিস্
স্রষ্টার দেয়া বিধান,
সে বিধানই তোমার আমার
চলার সংবিধান।


কেন্ যে তোরা নিজেকে নিজে
চিনতে পারিস্ না,
বাদশাহ মালিক এই ধরণীর
তাকেই চিনিস্ না।


কেন্ রাখিস্ না মন মুকুরে
মহান আল্লাহর স্মরণ,
তাঁর স্মরণে হোক না সবার
সত্যিকারের মরণ।


জেনে বুঝে মেনে চেষ্টা করো
পেতে সুখের জান্নাত,
খুশি হয়ে তিনি যেন পার করে
দেন রোজ কিয়ামাত।


কেন্ যে তোরা শরীক বানাস্
এক আল্লাহর সাথে,
তিনি ছাড়া নেই কোন ইলাহ্
ঈমান বাড়ে তাতে।


কল্যাণপুর, ঢাকা।
১২.১১.২০২১