তোমরা কারা?
কী তোমাদের পরিচয়?
কেন তোমরা গুম খুন অপহরণ করো?
তোমার আপনজন কাউকে যদি-
কেউ অপহরণ করে কিংবা-
করে গুম বা খুন?
বলতো, তোমার কাছে কেমন লাগবে?
আর এভাবে যে,
কতো পরিবারের ঘুম হারাম করছো-
নাওয়া-খাওয়া হরণ করছো-
কতো মায়ের আদরের-
কলিজার টুকরাকে ধরে নিয়ে যাচ্ছ?
একটুও কী তোমার মনে-
মানবতা বোধ জাগ্রত হয় না?
একটুও কী দয়াদ্র হয় না তোমার মন?
একটু ভাবতো?
কী জবাব দিবে তোমার এই আচরণের?
যেদিন তুমি হাজির হবে মহান প্রভুর সম্মুখে?
বিশ্বাস করো আর নাই করো-
তাঁর সামনে তো হাজির হতেই হবে?
কী দশা-ই না হবে তোমার সেখানে?
যদি কেউ তোমায় ক্ষমা না করে?
একটুও কী তা ভাব না? তুমি কী এতই নিঠুর?
দয়ামায়হীন তোমার প্রভাব বলয়?
ক্ষমতা কী এতই অমানবিক করে, ক্ষমতাশীলকে?
একটু ভাবো, পরের ক্ষতি করার আগে নিজের কথা?
এখন তুমি যাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ-
এই মৃত্যুই একদিন,
তোমাকে ঘিরে ধরবে, কিছুতেই ফিরাতে পারবে না?
চিরদিন বেঁচে থাকার কোনো সুযোগ নেই-
মৃত্যু আসবেই, আসবে।
বিষয়টি নিয়ে একটু ভাবোতো?
একটু ভাবো তো, একটু ভাবো তো.........