ক্ষতির শ্রোত ধারায় যারা বহমান
বিশ্বাসের দাবিতে তারা নয়কো বলিয়ান ।


সময়ের শপথ করে বলেছেন প্রভু মহান
তারাই ক্ষতির ধারায় নিমজ্জিত অগ্রসরমান ।


বরফ গলে গলে যেভাবে নিঃশেষ হয়ে যায়
মানুষের জীবনকাল সেভাবে ক্ষয়ে শেষ হয়ে যায় ।


তারা নয় , যারা বিশ্বাসে বিপ্লবে
             অবিচল নিশ্চল দন্ডায়মান ।
সকল ভালো কাজে সতত রাখে
             সঠিক সমান্তরাল সমান ।


একে অপরের মাাঝে যারা
             বলে যায় হক্বের সুন্দর কথা ,
বিপদে মুসিবতে সাধন করে
             সহিষ্ণুতার চরম উৎকর্ষতা ।


এ ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা
মনের গহিনে প্রভুর ভয় রাখিছে যারা ।।