যেখানে মানবতা প্রচন্ড ভাবে ভূলুণ্ঠিত
সত্য বাণী যেখানে পরাভূত
উদ্ভাষিত হিংস্র মানুষ নামের হায়েনার
বিকশিত সন্ত্রাস নির্মম র্বরতার
বলো, কী হবে কবিতা লিখে?


কেউ জানে না কেন সে মার খাচ্ছে
খুনি কেন খুন করছে
কেন মনুষ্যত্বহীনতার দাবানল জ্বলছে
প্রবাহিত নদীর স্রোতের মতো
তাহলে, কী হবে কবিতা লিখে?


চৌদিকে মিথ্যা অন্যায়ের জয়জয়কার
চলছে বিচারহীনতার নিত্য সংস্কার
বসে অশ্লীলতা নির্লজ্জতার দরবার
মানবিক মূল্যবোধ হারিয়ে হাহাকার
কার দায় কে নিবে সে লোক নেই কো আর
হে কবি, কী হবে কবিতা লিখে?


নেই প্রেম ভালোবাসা কোথাও
যা আছে হারিয়ে যাচ্ছে তাও
প্রশান্তির দীপ শিখা যদি না জ্বালাও
সহায়তার হাতটি যদি না বাড়াও
বলো কবি, কী হবে কবিতা লিখে?


সংসারময় এ যে কী হাল হকিকত
হাল জামানার কী হবে ভবিষ‌্যৎ
কে শিখাবে তাদের সু-তরবিয়ত
এভাবে চলতে থাকে আগামীর পথ
তাহলে, কী হবে কবিতা লিখে?