অনাদিকাল হতে চলে এসেছে প্রেম ভালোবাসা
মননের তরে রয়েছিলো সদা পূত পবিত্রতার আশা ।


ছিলো না কোনো প্রতারণা কিংবা ফাঁকিবাজির চিন্তা
ছিলো না ছলনা কিংবা একে অপরের প্রতি নিন্দা ।
সদা ছিলো মায়া মমতা ও শ্রদ্ধার পরশে গাঁথা বাঁধন
পরস্পরের বেদনায় ছিলো ব্যথিত সহানুভূতির কাঁদন ।


সৃজিত হতো স্বপ্নের বুনন স্নিগ্ধ আবেশে পাশাপাশি থাকা
কস্তুরিসম ঘ্রাণ পাওয়ার প্রাণময় সব ছিলো কাছাকাছি রাখা ।
বিদ্বেষমুক্ত আলিঙ্গণে নয়ন জুড়ানো প্রাণে হতো চোখাচোখি
যার যা বুঝার বুঝে নিতো তা পরস্পরে প্রেমময় মুখোমুখি ।


সময়ের বিবর্তনে চলছে সকলি উল্টোদিকে সঠিকতার বিপরীতে
তাই তো দেখা দেয় নানা যন্ত্রণা নানা নিপীড়ন সামান্যতে ।
আজকে গড়ে কালকে ভাঙ্গে আবার গড়ে আবার ভাঙ্গে নয় দৃঢ়
অনাকাঙ্খিত সব আচার আচরণে হয়ে যায় সবাই কিংকর্তব্যবিমূঢ় ।


আজকাল দেখা যায় প্রেমের মোহনীয়তা চৌদিকে মুখরিত
সীসাঢালা কখনো হাওয়ায় উড়া বেলুনের মতো সম্পর্কটা জড়িত ।
ট্রেনের নীচে কিবা পানিতে ঝাঁপ দিয়ে বিষ খেয়ে নিজেকে মারে
বুকের চাপা কষ্ট নিয়ে সেই পিতা মাতা সারা জনম রয় হাহাকারে ।


সত্যাশ্রিত শান্তিময় ভালোবাসা ছড়িয়ে দেই সবদিকে সবখানে
জানুক সবাই নেই বিবাদ বিসংবাদ ঝগড়া ফাসাদ কোনোখানে ।