কার জ্যোতিতে ধরণীটা
আলোকিত হয়
কার জ্ঞানে কার ধ্যানে
সব কিছু রয়।


কে বলে কুন
সব ই ফাইয়াকূন


সবুজ সবুজ এই পৃথিবী
যাই করে যাই শেষ মিনতি
হিসাব নিকাশ দ্রুত নিবেন
শুধু তাঁকে কর ভয়।


ভাল কাজ যাও করে যাও
ঈমানটারে ঠিক করে নাও


যা কিছু চাও
তাঁরই কাছে চাও


চাইলে তিনি হন যে খুশি
দিবেন তিনি অনেক বেশি
শেষ বিচারের দিন
তিনি রাব্বুল আলামীন
তাঁর জ্যোতিতে পৃথিবীটা
আলোকিত হয়।


ক্ষমা চাও তাঁর কাছে চাও
অপরকেও মাফ করে দাও


ক্ষমায় মেলে ক্ষমা
উজ্জল উপমা


পাপী তাপী আমরা সবাই
ক্ষমা হলো বাঁচার দাওয়াই
শেষ বিচারের দিন
তিনি রাব্বুল আলামীন
তাঁর নূরেতে বিশ্ব ভুবন
আলোকিত হয়।