জনে জনে কান দিয়ে কথা শুনে
কে কোথায় কি কয়
কে কার দুঃখ সয়
অন্তর দিয়ে সে কথা রাখে গুনে।
সত্যালোকে দিকে দিকে আলো ছড়াক
ধনে নেই কোন সুখ
দূর হোক যত দুখ
সাহচর্যের কর দরজায় কড়া নাড়াক।
ক্ষণে ক্ষণে অসহায় কোথায় হারায়
ললাট লিখন খন্ডিত হয় না
কারো কারো দুখ দীর্ঘ হয় না
চেষ্টা সাধনায় ললাটাকাশ খুলে যায়।
ঢুকে যদি সুখেরাধার খুলিয়া চারিধার
হাতে হাত আদর সোহাগ
হৃদয়ে জাগে শত অনুরাগ
জায়গা করে নিতে আসুক তাক্বওয়ার।
দাতার দান গ্রহীতার জান রক্ষাতে
সহায়ক আকারে দাঁড়ায়
অনটন ক্ষুধাকে তাড়ায়
রাশি রাশি অগণন স্রষ্টার দয়া জানাতে।


লেখা: ০৯ জুন-২০২১
(নিবেদন: আব্দুল মালেক মানিক যিনি এ ধারণা দিয়েছেন।)