লোভনীয়


লোভনীয় জায়গায় থেকেও যারা
লোভ সংবরণ করে,
সত্যিকারার্থে তারাই খাঁটি লোক
স্মরণে থাকে অন্তরে।


ইচ্ছে করলে তারাও নানা ভাবে
হতে পারতো সম্পদশালী,
অন্তরে ছিলো সদা আল্লাহর ভয়
ছিলো সবার কল্যাণকামী।


আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিলো
যাদের মনের অভিলাষ,
দুনিয়ার বুকে তারা নির্ভেজাল
ছহীহভাবে করে বাস।


তাঁর দয়া ভালোবাসা সঙ্গে থাকে
সর্বদা যাদের উপর,
তাদের নেই কোনো ভয় চিন্তা
উন্নত চরিত্র নির্ভর।


এমন উন্নত মানব প্রেমিকরাই
থাকা দরকার দায়িত্বে,
তবেই সবাই সঠিক সেবা পাবে
কোমল প্রাণে মমত্বে।


হালাল অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় তারা
আন্তরিক ভাবে করবে চেষ্টা,
সমাজের দোরগোড়ায় পৌঁছাবে সেবা
মিটাবে দীর্ঘ দিনের তেষ্টা।


আল্লাহর বিধান ক্বায়েমে সর্বাত্মক
চেষ্টা তারাই করবে,
মনোরম জীবন জিন্দেগী গড়তে
কাঙ্খিত হাল ধরবে।


কল্যাণপুর, ঢাকা।
০১ কার্তিক ১৪২৯
১৭ অক্টোবর ২০২২
২০ রবিউল আউয়াল ১৪৪৪