মেধাবী


মেধাবীদের লাশ পড়ে থাকে এখানে সেখানে
খালে বিলে,
হঠাৎ তারা হারিয়ে যায়-
খোঁজা খুঁজির পর শুধু লাশটি মিলে।


বাবা মার কত কষ্টে যতন করে বেড়ে উঠা
প্রভূত সম্ভাবনা,
সাধনার পর সাধনা করে যায়
আর সেই সম্ভাবনার মৃত্যু ঘটে অজানায়।


কার কাছে গেলে উত্তর মিলবে এই প্রশ্নের
কেন তারা মরে?
কেন তারা গুম হয় এবং হয় লাশ!
কে থামাবে তাদের বাবা মার আর্তচিৎকার?


দেখতে চাই না কোন মেধাবী লাশের এমন
অমানবিক দৃশ্য!
চাই না মেধাবীর অভাবে দেশ-
মেধা শূন্য হয়ে পথ হারাক আগামীর ভবিষ্যৎ।


কল্যাণপুর, ঢাকা।
১৩-নভেম্বর-২০২২
২৮-কার্তিক-১৪২৯
১৭ রবিউস সানি ১৪৪৪