মুসলিম আজো বুঝেনি কোথায় তাদের মুক্তি
দিন দিন কেবলই মার খাচ্ছে নেই কোনো যুক্তি।


কোথায় তাদের ভুল চুক কোথায় এগিয়ে যেতে বারণ
অনগ্রসরতা বিভেদ বিভাজন অনৈক্যই প্রধান কারণ।


মুসলিম মার খাচ্ছে দেখেও যেনো সবাই নির্বিকার
চিন্তা করে বের করছে না কীভাবে হবে এর প্রতিকার।


বিদায় হজ্জের ভাষণটি সবার বার বার পড়া দরকার
পথ হারাবে না বিচ‌্যুত হবে না মুসলিম কোনো আর।


আঁকড়ে ধরলে দু'টি জিনিস রাসূলের সুন্নাহ আল কুরআন
উপর থেকে অবিরত নেমে আসবে দয়া তিনি অসীম দয়াবান।


জ্ঞান বিজ্ঞান গবেষণায় সমৃদ্ধ হবে মুসলিম তরুণ যুবক
বিলাবে বিশ্বব্যাপী সত্যের বাণী অহিংস ভালোবাসা সুখ।


একতার বাঁধনে করতে কায়েম অনুপম বিধান ইসলামী সমাজ
কাঁধে কাঁধ মিলিয়ে মানবতা গড়বে পড়বে সে জামা'তে নমাজ।