এসে ছিলে ভবে মানবতার তরে স্বাগত হে কবি
দেখি নাই তবে কবিতা পড়ি প্রেমের আঁকি ছবি।
তিলে তিলে বড় হয়ে দেখে অমানবিক দৈনিক
তাতে আঘাত হানতে অবশেষে হলো সৈনিক।
যাঁর কাব্যিক ধারা ছিল তলোয়ারের চেয়ে ধার
স্বাক্ষর রেখেছে মানবিকতার প্রদীপ্ত প্রতিভার।
অপরাধি তাঁর কবিতাকে চরম ভাবে ভয় পেত
এ জন্য শিকল পরে বার বার জেলে যেতে হত।
তবুও থামেনি প্রতিবাদ করা দেহে থাকতে প্রাণ
ভালোবাসার প্রতীক তিনি সবার কাছে মহীয়ান।
সকল মানুষের হৃদয়ে রয়েছে যাঁর প্রীতিময় স্থান
কারো থেকে মুছে যাবে না হবে না কোন প্রস্থান।
তাঁর কবিতা পড়ে যারা দ্রোহের আগুন জ্বালায়
দ্রোহের জ্বালানিতে অন্যায় লেজ গুটিয়ে পালায়।
সমাজের অন্যায় রোধে প্রয়োজন একজন নজরুল
দ্রোহের ধারা অব্যাহত রাখতে সে করবে না ভুল।
যে নজরুল গড়তে চাইত একটি মানবিক সমাজ
সে মানবতার সমাজ হয়নি গড়া এখনো আজ।
তাঁর অপূরণীয় কাজ সম্পন্ন করতে এসো হে তরুণ
রণতূর্য জাগাও আর উঠাও ভোরের প্রদীপ্ত অরুণ।
সমাজের কালোমেঘ সরাতে জাগালো বিপ্লবী জাগরণ
সে জাগরণ আবার জাগাতে এক হয়ে সবাই করি পণ।
ইসলামী ভাবধারার মূলধারার প্রতীক কবি নজরুল
যতই আসুক বাধা সে ধারা থেকে নড়ব না এক চুল।