মহান রবের দিকে

কুরআন পাঠের পর
ঈমান আনার পর
হাদীস জানার পর
এ পথ থেকে তুমি
বিরত থাকতে পারো না।
তুমি বিরত থাকতে পারো না।

মহান রবের দিকে
প্রাপ্ত নিয়ামতের দিকে
সুখময় জান্নাতের দিকে
লোকদের ডাকা তুমি
বন্ধ করতে পারো না।
তুমি বন্ধ করতে পারো না।

যদি দ্বীনের দিকে না ডাকো
এই পথে অবিচল না থাকো
ওহে মুসলিম তুমি না জাগো
তুমি মুশরিকদের দলভুক্ত
কিছুতেই হতে পারো না।
দলভুক্ত কিছুতেই হতে পারো না।

তারা যেন তোমাকে
নিবৃত করতে না পারে
শত বাধা নিপীড়ন এলেও
উৎপীড়ন জুলমত থাকলেও
একনিষ্ঠভাবে কাজ করে যাবে
তাদের দুশমনিকে পরোয়া করবে না।
তাদের কোনো বাধাকেও মানবে না।


২৮.০৪.২০২৪