অভিশপ্ত শয়তান মানুষের মনে মনে
প্রসারিত করে কুহকজাল,
ছরকটে ছয়লাপ বিভ্রান্ত মানব জাত
প্রকটিত দিকে দিকে ভেজাল।


হিংসুকের হিংসার উৎপাতে সব লোপাট
উদ্গত ঈমানহীনতার কাজ,
আড়াল থেকে শয়তান  তালি দিয়ে বলে
যায় যাক যাক লাজ।


মানুষে মানুষে বিভেদ তৈরী করে ব্যবধান
খেজালৎ বাড়িয়ে হাসে,
চণ্ডাল আর ভণ্ডামি চালিয়ে স্বস্তিতে থেকে
তাক লাগিয়ে নাচে।


মানুষের সামনে মন্দ কাজ আকর্ষণীয় করে
বাহ বাহ কুড়াতে থাকে,
তার পিছু দৌড়াতে দৌড়াতে দুষ্ট লোকেরা
দ্বন্দ্ব লাগায় যার তার সাথে।


পৃথিবীর রঙ্গমঞ্চে পুলকিত কত আয়োজন
অজ্ঞদের জন্য মহাসমারোহ,
জ্ঞানীরা খুঁজে, আর খুঁজে পায় আলোকের
কুরআন আলোকিত মহীরুহ।