সত্য কথন অবিকল
জীবন গঠন,
সুদৃঢ় হস্তে অবিচল
প্রদীপ্ত মনন।


মিথ্যা অপবাদ নয়
সঠিক যাচাই,
অন্ধ অনুসরণ নয়
করলে বাছাই।


সংকীর্ণ হয় মন
মাথার উপর,
বিশাল আকাশ দেখে
করবে উর্বর।


বিশ্বাসী হয় সাহসী
পরাভব নয়,
অন্যায় দেখে বিদ্রোহী
বিপ্লবী অভয়।


সততা নিষ্ঠা যেখানে
প্রশান্তি সেখানে,
ঝগড়া বিবাদ নয়
সুন্দর মিলনে।