মস্তিষ্ক ভাবনার এক জগৎ
যা ভাবে তা তার ভবিষ্যৎ।


মস্তিষ্ক মানব দেহের মূল
কিছুর সাথেই নেই তুল।


মস্তিষ্ক বিকৃত রুচির শত্রু
বাধা দিতে থাকে হয়ে মিত্র।


মস্তিষ্ক ছাড়া সবই অচল
আসল রাখে নিত্য সচল।


মস্তিষ্ক একটি উন্নত রুপ
সাজায় দেহ সে অপরূপ ।


মস্তিষ্ক এক মনোরম মনন
সত্য দিয়ে সব করে লালন।


মস্তিষ্ক শয়তানের জন্য বাধা
শয়তান রয় আকসার বাঁধা।


মস্তিষ্ক বিহীন জীবন দামহীন
দূর করে দেয় আঁধার গহীন।


মস্তিষ্ক জানায় আল্লাহ এক
আর সবার জন্য কর্মবিধায়ক।


মস্তিষ্ক জানায় আর জানায়
ভালো টা মানায় আর মানায়।


মস্তিষ্ক হল একটি সুপরিচালক
দরদে ভরা নিখাদ তত্ত্বাবধায়ক।


মস্তিষ্ক সকাল সন্ধ্যা বলে
চলবে না কেউ আনমনে।


মস্তিষ্ক সবার জন্য বাতিঘর
আলোকিত করে বাড়িঘর।


মস্তিষ্ক স্বপ্ন দেখাতে ভালবাসে
জড়তা তাড়াতে কাছে আসে।


মস্তিষ্ক নিয়ে মস্তিস্কদের ভাবনা
কী আছে তাতে করে গবেষণা।