নানা মনের নানা কথা


নানাভাবে বিভ্রান্তিতে ফেলতে তারা চেষ্টা করে
তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না
কত না পর্যবেক্ষণ তোমার চলাফিরায়?
পথ খোঁজে কি করে তোমাকে থামায়!
কারণ তারা তোমাকে দেখে বড্ড ভয় পেয়েছে।
এই পথে নয় ঐ পথে না হয় অন্য কোনো পথে
যাবার জন্য তোমাকে চাপে রাখতে চায় ওরা
হরিণের মতো সচতেন থেকে রুখবে
ওদের কৌশলকে পরাস্ত করতে হবে
ঠিক সঠিক স্থানে আঘাত হানবে হয়ে ভোমরা।
একবার যদি হোঁচট খেয়ে পড়ে যাও তাহলে
তারা তোমাকে নাজেহাল করে ছাড়বে
দমাতে থামাতে অতি বাড়া বাড়বে
জেলে পুরতে নানা ভাবে তাড়াবে
হুঙ্কার দিয়ে সামনে আগাও, তুমিই পারবে।
ভয় পেয়ে যদি পিছিয়ে যাও তা কাপুরুষতা
সাহসীরা এমনটি হতে পারে না
বিপ্লবীরা অন্যায় মানতে পারে না
তারা মাথা নত করতে জানে না
মৃত্যু তাদের গলার হার নিয়ে আসে সফলতা।
এই কালবেলায় যদি তুমি ভীত সন্ত্রস্থ হও
কিস্তির যাত্রীরা কোথায় পাবে আশ্রয়
সাথীরা তোমাকে কাছে পেতে চায়
তোমাকে দিতে চায় সাহস অভয়
দৃঢ় মনোবল নামক অস্ত্রটি এবার হাতে লও।
কোটি মনের ভালোবাসা পেতে আত্মত্যাগের
মহিমায় এগুবে সম্মুখে আরো সম্মুখে
তাদেরকেও রাখতে হবে চোখে চোখে
কৌশলী হলে কে আছে তোমায় রোখে
তুমিই হবে সকলের, মাটি ও মানুষের আবেগের।


কল্যাণপুর, ঢাকা।
৩০ নভেম্বর ২০২২
১৫ অগ্রহায়ণ ১৪২৯
০৫ জমাদিউল আউয়াল ১৪৪৪