নিরাপত্তা
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন


পোশাকের স্বাধীনতার নামে নগ্নতা
ছেয়ে গেছে দেশে দেশে,
তা দেখে বিতাড়িত অদৃশ্য শয়তান
আড়ালে থেকে মুচকি হাসে।


সভ্যতার গৌরব পরিচয় যে পোশাকে
হারিয়ে গেছে তা ঐ পোশাকে,
রুচিবোধ রুচিশীলতা যদি একটুও থাকে
জাগাত তার মননশীলতাকে।


নিয়তের হেরফেরের সুবাদে শয়তান
অশ্লীলতার দুয়ার খুলে বসে,
সেই ইবলিশ কাজ আদায় করিয়ে
বাহবা কুড়িয়ে অট্টহাসে।


গণলালসার তোপ থেকে রেহাই পেতে
তাক্বয়ার পোশাক পরো,
সবাই মিলিত ঐক্যে সচেতন ভাবে
আল কুরআনের পথ ধরো।


সব হারিয়ে এখন হাহুতাশ চৌদিকে
অভিভাবকের দায় তো থাকে,
ইসলামী নিয়ম মেনে সাজাত যদি
নিজেকে ইসলামী পোশাকে।


কাউকে ইসলামী পোশাক পরিধান দেখে
শয়তানও চরম লজ্জা পেত,
মানবরূপী হিংস্র জানোয়ার গুলোও
আস্তে আস্তে দূরে সরে যেত।


ওগো বাবা মায়েরা প্রিয় স্বজন সবাইকে
বিনীত ভাবে বলে যাই,
আপনাদের সচেতনতা ছাড়া নিরাপত্তার
কোনো উপায় তো নাই।


বিশ্বস্ত অভিভাবক ছাড়া অন্য কারো কাছে
আপনার উপযুক্ত কন্যাকে,
একা একা রেখে যাবেন না বাসাবাড়িতে
কলিজার টুকরো সন্তানটিকে।


অবশেষে বুকফাটা আর্তনাদ শোনার
কেউ কি বলেন আছে?
সবাই তো নিজের আখের গোছাতে
ব্যস্ত যার যার কাজে।


আকছার ভরসা রাখ একমাত্র ভরসাস্থল
মহান আল্লাহর উপর,
গোপনীয় প্রকাশ্য ছোট বড় সব কাজের
তিনিই রাখেন খবর।