কারো উপকার যদি তুমি , নাহি করতে পারো ,
ক্ষতির চিন্তা করো না কেউ , মন্দ সব ছাড়ো ।


চলতে ফিরতে কারো দেখা হলে , মিষ্টি মুখে হাসো ,
মধুমাখা চয়নে জানাও , তুমি তাকেই ভালোবাসো ।


বিপদে পড়েছে কোনো জন মুখটা হয়েছে মলিন ,
মাথায় হাত বুলিয়ে শান্তনা দাও , তুমি কুলীন ।


নানা ভাবে সেবা দিয়ে যাও , সওয়াবের আশায় ,
পাড়া পড়শি প্রতিবেশী সকলি , যেনো সেবা পায় ।


তোমার সেবাতে কেউ যদি মনে প্রশান্তি পায় ,
দেখবে তোমায় শামিল করবে তার সকল দোয়ায় ।