একজন কবি মক্কায় এলেন,
নাম তার সরদার তুফাইল ইবনে আমর।
রাসূলের কণ্ঠ নিঃসৃত কুরআন তিলাওয়াত শুনলেন,
তা শুনে কবি মনে চাঞ্চল্যের সৃষ্টি হলো,
আলোড়িত হতে লাগলো চিত্তের ভিতর।


বিমোহিত হলো সুর ললিতে কবি মন-
যারপর নাই অভিভূত হলো,
অতপর ইসলামের ছায়াতলে এসে-
ঈমানের আলো গ্রহণ করলো,
অস্বস্তি মনে প্রস্বস্তি এলো, করে ইসলামের অনুসরণ।