কলম কাগজ মিলিয়ে-হয় একটি কবিতা,
ভাবনারা যায় হারিয়ে-শব্দ খুঁজে খুঁজে তা।
সুদূরের দিগন্তে গিয়ে-সত্য হয় সমাগত,
বিজয় আসবে ফিরে-মিথ্যা হবে অপসৃত।
মানবতা জাগুক প্রেম দিয়ে-অহিংস মনোভাবে,
জয়, হবে জয় নিশ্চয়-রবে না কেউ অভাবে।
সুখ শান্তি অপরে বিলিয়ে-হয় মন পুলকিত,
নিজের সুখ পায় ফিরিয়ে-অন্যকে করে শোভিত।
ফুল তার বিলায় ঘ্রাণ-নিঃস্বার্থ নীরবে, (মানব)
দরদি মনে অমায়িক ব্যবহারে- সকলি মিলিবে।