প্রতিভার দুয়ার খুলে - সামনে এগিয়ে চলে ।
সাজানো বাগানে ফুল ফোটে - দুর্গন্ধ যায় টুটে ।
জোনাকির আলো মিটিমিটি জ্বলে - ভীড়ে আলোর দলে ।
পরার্থে দিয়ে যায় সব সুবাসিত মনে -  মানবতার সনে ।
সেই তো বড়ো হয় জনে জনে - ধনে বড়ো নয় বড়ো হয় মনে ।


আলোর মিছিল এগিয়ে চলে - অন্ধকার পালায় বলে ।
সমাগত হয় সত্যের মশাল -  মিথ্যা যে হয় নাকাল ।
সুনিশ্চিত হবে সততার বিজয় - অসত্যের ক্ষয় সবসময় ।
ওহে জনতা ছাড়ো শঠতা - মনে প্রাণে জাগাও মানবতা ।
ছড়াও সুবাস বিশ্বময় - সবার জন্য মনটা হোক প্রেমময় ।