পাওয়ার শেষ কোথায়?
এতো পাওয়াই তাকে লোভনীয় করে তোলে।
অতি সুখি সে, শুধু পেছনের কথাগুলো ভুলে।
আলীশান বাড়ি, দামী গাড়ি, পাইক পেয়াদা অফুরান,
চলতে ফিরতে অনুগামীদের স্যালুট, সালাম ও সম্মান।
আর কত চাই? এতো পাওয়ার পরেও-
বৈধ না অবৈধ একটুও কী ভাবতে হয় না?
দেহে তৈরি রক্ত, মাংস, স্থুলতা নির্ভেজাল না হলে-
পোশাক আশাক বাহ্যিক অবয়বটাও যদি.........
যতই তাঁকে ডাকা হোক বা প্রার্থনা করা হোক তা কবুল হয় না।