যাবে না ঐ কুৎসিৎ কদাকার কৃষ্ণ পল্লীতে
কলুসিত করে যেখানে সুপবিত্র চিত্ততে
অসুরের সুরে মিলিত হয় নগ্ন কামনাতে
রয় সদা কাটায় সময় মানসিক যাতনাতে
নিন্দিত কর্মে ঘৃণিত ভাবনায় থাকে কষ্টতে ।


রুপের আগুনে জ্বালাও কেন সবার মনকে
আনমনে চলে রাঙ্গাও শুধু নিজস্ব বলয়কে
নানান সাজে সজ্জিত থাকো তোমায় সাজায় কে ?
রং ধরা যৌবনকে ঝং দিয়ে তোমায় রাখে কে ?
ঝং ধরা যৌবনে , পবিত্র যৌবন ফিরিয়ে দেবে কে ?