হয় আঙ্গুল ফুলিয়া কলাগাছ
করিয়া অন্যায় কাজ
ধরাকে সরা জ্ঞান করে চলিয়া
হারায় শরম লাজ।


ছিলো রক্ত মাংসহীন একটি কায়া
পেলো কুরাজনীতির ছায়া
পরের ধনে পোদ্দারিতে ইয়া মোটা
মনে নেই একটুও দয়া মায়া।


হালাল না হারাম নেই বিবেচনা
এদের নিয়েই খুনসুটি হয় আলোচনা।