সু-বোধ নেই যার তাকে বলে নির্বোধ
মনের ভিতর কাজ করে কেবল অহংবোধ।


ক্ষমতার প্রভাবে দেখায় এমন এমন আচরণ
ভয়ে আতঙ্কে মানব দেহে আসে শুধু শিহরণ।


শয়তানি মনোভাবে চালায় তাদের জীবন
সত্য কথায় গায়ে জ্বালা ধরে পাপ অগণন।


গোপনে সংগোপনে ধরে নিয়ে যায় অজ্ঞাত স্থানে
খুঁজে খুঁজে হয়রান আপনজন পায় না কোনোখানে।


ধরে তো নিলোই, পরে করে অস্বীকার করে মিথ্যাচার
ভোক্তভোগিরা কোথায় যে যাবে, কোথায় পাবে বিচার?