মন দিয়ে লেখা পড়া করাটা
পড়তে পড়তে মুখস্থ হয় ছড়াটা
জ্ঞানের আলোতে আলোকিত মনটা
সুদৃঢ় মিলন হলে ভাঙ্গবে না জোড়াটা।


ভাবনায় একাকার সত্যাচারে সম্পর্ক গড়াটা
কাঙ্খিত নয় কোনো কিছুতেই সম্পর্কটা নড়াটা
ব্যবধান যতই হোক অবিচল থাকুক মিলনটা
ভ্রাতৃত্বের মধুময়তায়, নয় একের সাথে অপরে লড়াটা।


বিলিয়ে যায় ঘ্রাণ নিত্য সেই ফুটন্ত ফুলটা-
বিস্তৃত হয়ে ভাসুক  মনোবিবরে ভাল ভাল গুণটা।