সামাজিক জীবনে নিজের প্রয়োজনে
সমতা বজায় রাখতে হয় স্বজনে।


সাম্য শান্তি ভ্রাতৃত্ব হবে সুউজ্জ্বল
অনুপম সুখ, সুখী হবে সুবিমল।


সংকীর্ণতা নয় মনটা হোক বড়ো
ঐক্য সংহতির জন্য সঠিক পথটি ধরো।


লেনদেন উঠাবসায় সব যেনো হয় খাঁটি
বেখেয়ালী মনোভাবে কোনো কাজ না হয় মাটি।


মনের আয়নায় বিবেক দিয়ে নিজেকে করি শুদ্ধি
সততাই সত্য, নির্ভেজাল হোক সকলের বিবেক বুদ্ধি।