কেনো এমন হয় , মানুষ সুখী নয় ,
আনমনে চলে জীবনটা , মন মতো নয় ।
প্রীতির বাহুডোরে , যে নিজেকে সাজায়
পুলকিত হৃদয়টা , প্রাচুর্য ছড়ায় ।
তবুও মানুষ , বলো কেন সুখী নয় ?
প্রেম দিয়ে গড়ে তোলো , কোন ঘৃণা নয় ।


ফুল দেয় গন্ধ তার , বিলায় সুবাস
সদা থাকি তার মতো বিনম্র প্রকাশ ।
নেয় না অর্থ কড়ি , খোঁজে পরের সুখ
মানবতার সেবা করি , না থাক দুখ ।
শূন্য হয়ে আসে সবে , বিকশিত পরে
মহান প্রভুর দান , শুকরিয়া তারে ।
কম পেয়ে সুখী যে , সেই-ই হয় সুখী
জনম জনম রবে , তা অনন্তমুখী ।